ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ শাকিল আহম্মেদ, মোঃ সুমন ও মোঃ সিরাজুল মোস্তফা। এসময় তাদের হেফাজত থেকে ২ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২৯ জুন ২০২২) গোপন সংবাদের মাধ্যমে জানা যায় মিরপুর মডেল থানার সেকশন এলাকায় মানহা বাজারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি টিম সন্ধ্যা ৭:৪০ টায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০১০ পিস ইয়াবাসহ শাকিল, সুমন ও সিরাজুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।