ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের মিরপুর ট্রাফিক জোনের উদ্যোগে ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ উদযাপন উপলক্ষে ট্রাফিক পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ ট্রাফিক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি, ২০১৯ বৃহস্পতিবার ১১.৩০ টায় ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিরপুর ট্রাফিক জোনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপ-পুলিশ কমিশনার ( ট্রাফিক পশ্চিম ) লিটন কুমার সাহা পিপিএম-বার, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক মিরপুর জোন ) আবু তোরাব মোঃ সামছুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিরপুর ট্রাফিক জোন ) মোঃ খাইরুল আমিন এবং টিআইগণ উপস্থিত ছিলেন ।
উপস্থিত শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা রাস্তায় চলার পথে কি কি সমস্যায় পড়েন তা প্রধান অতিথি জানতে চান । এর প্রেক্ষিতে তাঁরা জেব্রা ক্রসিং, ফুটপাতের উপর দোকানপাট, রাস্তায় গৃহনির্মাণ সমগ্রী এবং গতিরোধক ইত্যাদি সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি ।
তিনি আরও বলেন, পুলিশ সেবা সপ্তাহের অংশ হিসাবে ট্রাফিক সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। ট্রাফিক শৃংখলা সঠিকভাবে মেনে চলা আমাদের সবাইকে অভ্যাসে পরিণত করতে হবে। ট্রাফিক শৃংখলা ফিরানোর জন্য ঢাকায় ১৩০টি স্থানে বাস স্টপেজ তৈরি করা হয়েছে।
শিক্ষকদের ক্লাসে ট্রাফিক আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা দেওয়া এবং স্কুলের দেয়ালে বিভিন্ন ট্রাফিক সচেতনতামূলক চিহ্ন/সাইন লিখে সচেতন এবং রাস্তা পারাপারের সময় ফুট ওভার ব্রীজ অথবা জেব্রা ক্রসিং ব্যবহার করার জন্য তিনি অনুরোধ করেন।
ট্রাফিক সচেতনতামূলক সভায় কলেজের অধ্যক্ষ, শিক্ষক/শিক্ষিকাসহ ৫০০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।