২১ জুন’১৭ বুধবার সকাল ১১.০০ টায় মিরপুর বেড়িবাধঁ থেকে একজন এ এস পি’র মৃতদেহ উদ্ধার করেছে রুপনগর থানা পুলিশ । মোঃ মিজানুর রহমান নামে এ এস পি’র মৃতদেহ রাজধানীর মিরপুর বেড়িবাধেঁর বিরুলিয়া ব্রীজ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে ঢাকা বোর্ড ক্লাবের সামনে পাওয়া যায় ।
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন । তাঁর গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় । তিনি হাইওয়ে পুলিশের সাভার জোনে কর্মরত ছিলেন ।
তাঁর পড়নে ছিল ইউনিফর্মের প্যান্ট এবং গলায় পাটের রশি প্যাচাঁনো ছিল । মৃতদেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে যার মধ্যে গাড়ীর চাবিসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্রাদি পাওয়া যায় ।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে । মামলার প্রক্রিয়া চলমান।