রাজধানীর মিরপুর-১০ এর শাহআলী মার্কেটের একটি স্বর্ণের দোকানের তালা কেটে চুরির চেষ্টার ঘটনায় জড়িত ছবিতে প্রদর্শিত সন্দেহভাজনদের শনাক্তে সহায়তা চায় ডিএমপির কাফরুল থানা পুলিশ।
কাফরুল থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) জুমার নামাজ চলাকালীন (অনুমান দুপুর ১:৩০ ঘটিকা হতে ১:৩৬ ঘটিকার মধ্যে) কয়েকজন ব্যক্তি মিরপুর-১০ এর শাহআলী মার্কেটের ৪র্থ তলার রুমা জুয়েলার্স নামক দোকানের তালা কেটে চুরি করার চেষ্টা করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় অজ্ঞাত ০৭/০৮ জন ব্যক্তি দোকানটিতে তালা কেটে চুরির চেষ্টা করছে। এ ঘটনায় গতকাল (২ মার্চ ২০২৫ খ্রি.) কাফরুল থানায় একটি মামলা রুজু হয়।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবিতে প্রদর্শিত সন্দেহভাজনদের সন্ধান জানা প্রয়োজন। কেউ তাদের সন্ধান পেয়ে থাকলে কাফরুল থানার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ অপু রায়হান (০১৫১৫-৬২৯৫৮২) অথবা কাফরুল থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২০৬)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।