বাংলাদেশের যখন ৯ উইকেট হারায় তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫১ রান। যা সেমময় ছিল বাংলাদেশের জন্য এক অবিশ্বাস্য বিষয়!
এরপরই শুরু হয় মিরাজ-মোস্তাফিজের সেই ঐতিহাসিক জুটি। ১৮৭ রানের লক্ষে খেলতে নেমে শেষ পর্যন্ত ১ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়েন তারা। মিরাজ ৩৯ বল ৩৮ রানে ও মোস্তাফিজ ১১ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন।
নাটকীয়তায় মোড়ানো ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজটি জিতেছিল বাংলাদেশ।