মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় (এসইজেড) ১১৫০ একর জমিতে বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। এতে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান খান নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় প্রায় ৩০ হাজার একর জমিতে একটি শিল্প শহর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বেজা। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেপজা অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে আগামী ১০ বছরে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বছরে অতিরিক্ত ২ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানী সম্ভব হবে। বেপজার বর্তমানে যে ৮ টি ইপিজেড রয়েছে এর মধ্যে আয়তনে বেপজা অর্থনৈতিক অঞ্চল মিরেরসরাই হবে সর্ব বৃহৎ ।
আগামী ১৫ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ে কাজ করছে বেজা। যেখানে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং আগামী ২০৩০ সালের মধ্যে বেজার এসইজেড থেকে অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় সম্ভব হবে।