মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি দেশটির মসজিদে ভয়াবহ জঙ্গি হামলার জবাব দিতে দেরি করেননি । মসজিদে জঙ্গি হামলার জবাব হিসেবে রাফার পার্বত্য এলাকায় বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার মিশরের একটি মসজিদে জঙ্গি হামলায় ২৩৫ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও আহত হয় ১৩০ জন । হামলার পর পরই প্রেসিডেন্ট উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন। সেখানে তিনি এই বর্বরোচিত হামলার নিন্দ করে বলেন, দেশের সেনাবাহিনী ও পুলিশ হত্যাকারীদের খতম করে শান্তি ও স্থিরতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর৷
এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে অনুমান হামলার পিছনে রয়েছে আইএসের হাত । বিশ্ব জুড়ে এই ভয়াবহ জঙ্গি হামলার কড়া নিন্দা করা হয়েছে।