মিশরের সিনাই উপদ্বীপে সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসআইএলের হামলায় ১৮ জন পুলিশ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আইএসআইএলের যোদ্ধারা পুলিশের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায়। চলতি বছরে দেশটির অস্থিতিশীল এলাকায় এটিই সবচেয়ে বড় ধরনের হামলা। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে।
পুলিশ এবং সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তার ধারে পুতে রাখা বোমা বিস্ফোরণে পুলিশের চারটি গাড়িতে আগুন ধরে যায়। পরবর্তীতে বন্দুকধারী হামলাকারীরা গাড়ি বহর লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নিহতের মধ্যে দুইজন পুলিশ লেফটেন্যান্ট এবং একজন পুলিশ বিগ্রেডিয়ার জেনারেল আহত হয়েছেন।
আইএসের নিজস্ব বার্তাসংস্থা আমাকের মাধ্যমে জঙ্গি সংগঠনটি হামলার দায় স্বীকার করে নিয়েছে। হামলাটি সিনাই উপদ্বীপের এল-আরিসের ৩০ কিলোমিটার পশ্চিমে সংগঠিত হয়েছে।
এটি আইএসের শক্তঘাটি হিসেবে পরিচিত।