ডিএমপি নিউজঃ তেজগাঁও থানা এলাকা হতে অসুস্থ অবস্থায় মিষ্টি ওরফে বৃষ্টি নামের একটি মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেছে তেজগাঁও থানা পুলিশ। বর্তমানে সে সুস্থ আছে। তাকে তেজগাঁও থানা কমপ্লেক্স ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। সে তার বিস্তারিত ঠিকানা বলতে পারে না। শুধু জানায় যে, তার বাড়ী জামালপুর। তার বয়স ১৫ বছর।
এ সংক্রান্তে তেজগাঁও থানায় ২০ ডিসেম্বর, ২০১৯ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর-১১৫৬।
কোন হৃয়বান ব্যক্তি যদি ছবিতে প্রদর্শিত মেয়েকে চিনে থাকেন বা তার আত্মীয় স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে ডিএমপি’র তেজগাঁও থানা কমপ্লেক্স ভিকটিম সাপোর্ট সেন্টার অথবা (ডিউটি অফিসার: ০১৭৪৫-৭৭৪৪৮৭, টেলিফোন নাম্বার-০২৯১১০৮৫) তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।