বলিউড কিং শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘জিরো’ মুক্তির আগেই আয় করেছে ১৩০ কোটি রুপি। ছবিটির নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।
পরিচালক আনন্দ এল রাই পরিচালিত ছবিটি নিয়ে আগ্রহের কমতি নেই শাহরুখ ভক্তদের। কারণ ছবিটিতে একজন বামুনের চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশার।
আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের ফিল্মোগ্রাফি নিয়ে কাজ করায় বাজেট এমন অংকের হতে হয়েছে। আর তা নিয়েই ঘুম হারাম হয়েছিলো প্রযোজকদের। তবে ছবির নায়ক যেহেতু শাহরুখ,আর তাই দুশ্চিন্তা করাটাও বৃথা হয়েছে।
চমকে যাওয়ার মতো খবর হল ইতোমধ্যেই টিভি স্বত্ব ও মিউজিক ভিডিও কপিরাইট বিক্রি করে ছবিটি আয় করে ফেলেছে ১৩০ কোটি টাকা। আর শুধু তাই নয় শাহরুখ খান নেটফ্লিক্সের কাছে ছবিটির ডিজিটাল স্বত্ব বিক্রির ব্যাপারেও কথা বলছেন।
মুক্তির আগেই এই ছবির আয়, বাজেটকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। জিরো ছবিটিতে শাহরুখের বিপরীতে দেখা মিলবে ক্যাটরিনা কাইফ।