মায়ানমারে রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিবেদন লেখার জন্য শাস্তির মুখে পড়া রয়টার্সের দুই সাংবাদিক প্রায় ৫০০ দিন জেল হেফাজতে থাকার পর মুক্তি পেলেন।
মায়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ত তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে মুক্তি দিচ্ছেন সাজাপ্রাপ্ত আসামীদের। মুক্তি পাওয়া ওই দুই সাংবাদিকের নাম ওয়া লোনে ও কায় সো ও। মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের চিত্র তুলে ধরার জন্যই ওই দু’জনকে শাস্তির মুখে পড়তে হয়েছিল বলে আন্তর্জাতিক মহলের ধারণা। কিন্তু মায়ানমার সরকারের দাবি, ওই দুই সাংবাদিকের কাছে এমন কিছু সরকারি নথিপত্র ছিল যা সরকারের গোপনীয়তাকে খর্ব করেছে। এই অপরাধে গত বছর সেপ্টেম্বর মাসে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় লোনে ও সো-কে। সেই সাজা থেকেই এ দিন মুক্তি পেলেন তারা।
রোহিঙ্গা সঙ্কটের সময় রিপোর্টিংয়ের জন্য এ বছর পুলিৎজার পুরস্কারও পেয়েছিলেন ওই দুই সাংবাদিক।