ডিএমপি নিউজ: রাজধানীর মুগদায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শহিদুল ওরফে সাইদুর ওরফে মোকলেছুর ওরফে রিন্টু ওরফে রিংকু, মোঃ সোহেল, মোঃ রবিন ও মোঃ ফয়সাল।
বুধবার (২৯ মার্চ ২০২৩ খ্রি.) মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১টি চাপাতি, ২টি চাকু ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন মীর পিপিএম ডিএমপি নিউজকে বলেন, মুগদা হাসপাতালের পেছনে কতিপয় লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মুগদা থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফয়সাল, রবিন, সহিদুল ও সোহেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান মুগদা থানার ওসি।