স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ। তথ্য আদান-প্রদানের পাশাপাশি এ মাধ্যমে কথাও বলা যায়। আর এখন থেকে হোয়াটস্যাপে বিনিময় করা তথ্য মনের ভুলে মুছে ফেললেও ক্ষতি নেই, চাইলে সেগুলো আবারও ডাউনলোড করা যাবে।
কারণ ব্যবহারকারীদের পুরনো ফাইলের সন্ধান দিতে নিজেদের ‘ডিলিট ফর অল’ ফিচারে বড় ধরনের পরিবর্তন এনেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত মুছে ফেলা মিডিয়া ফাইলগুলো ফেরত আনার সুযোগ মিলবে। এ জন্য ব্যবহারকারীদের মুছে ফেলা ফাইলগুলো তাৎক্ষণিক সার্ভার থেকে মুছে না ফেলে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
নির্দিষ্ট সময় শেষে কোনো ফাইল ডাউনলোডের অনুরোধ পাওয়া না গেলে সেগুলো স্থায়ীভাবে মুছে যাবে। এত দিন ব্যবহারকারীরা নিজেদের ডিভাইস থেকে কোনো ফাইল মুছে ফেললেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে স্থায়ীভাবে মুছে যেত। পর্যায়ক্রমে সব অ্যানড্রয়েড ব্যবহারকারী এ সুযোগ পাবে।