মুম্বাইয়ে বহুতল বাড়ির উপর ভেঙে পড়ল বিমান৷ ঘটনাস্থল মুম্বাইয়ের ঘাটকোপাড় এলাকা৷ সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে বিমানটি চার্টাড৷ সেটি জাগৃতি বিল্ডিংয়ের কাছে একটি বাড়ির উপর ভেঙে পড়েছে৷ নিহতের সংখ্যা পাঁচ জন৷ আরও মৃত্যুর আশঙ্কা থাকছে৷
ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার ব্রিগেড৷ এদিকে সংবাদ মাধ্যমের ছবিতে দেখা গিয়েছে, ঘটনাস্থলে ছড়িয়েছে আগুন৷ দমকলকর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন৷ ক্ষয় ক্ষতির পরিমাণ বাড়তে পারে৷ কারণ যে বাড়িতে বিমানটি ভেঙেছে সেই বাড়ির বড় অংশ ধসে পড়েছে৷
জানা গিয়েছে ১২ আসনবিশিষ্ট VT-UPZ, KING AIR C90 চার্টাড বিমানটিতে চারজন যাত্রা করছিলেন৷ অনুমান তারা সকলেই মারা গিয়েছে৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে বিমানটি ভারতের উত্তরপ্রদেশ সরকারের ছিল৷ কিন্তু বছর চারেক এলাহাবাদে একটি দুঘর্টনার পর রাজ্য সরকার বিমানটি একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেয়৷