করোনাভাইরাস জলে স্থলে সর্বত্রই তার প্রকোপ দেখাচ্ছে। সম্প্রতি ভারতের পশ্চিম মুম্বাইয়ে অবস্থিত একটি নৌঘাঁটিতে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম দেশটির নৌ বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে।
শনিবার একটি বিবৃতিতে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আইএনএস আংগ্রি ঘাঁটিতে ২১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। তবে কোন জাহাজ অথবা সাবমেরিনের কেউ করোনা আক্রান্ত নেই বলেও ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পজিটিভ ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওই ২১ জনকে শহরের একটি নৌ হাসপাতালে কোয়ারান্টাইন করা হয়েছে। ইতিমধ্যেই ওই নাবিকরা কাদের সংস্পর্শে এসেছেন সে বিষয়েও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে ও খোঁজ চালানো হচ্ছে । জানা গেছে, করোনায় আক্রান্ত ২১ জন নৌসেনার শরীরে প্রাথমিকভাবে করোনা সংক্রমণের কোনও লক্ষণই দেখা যায়নি। গত ৭ এপ্রিল এক নাবিকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। পরে পরীক্ষা করে এই ২১ জনের শরীরেও রোগটি শনাক্ত করা হয়।
ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০৬ জন। মারা গেছেন ৪৮ ০ জন।