ভারতের মুম্বাই উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার সকালে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) এ কপ্টারটি দুর্ঘটনায় পড়ে। নিহতদের মধ্যে কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে।
উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, মৃত ওই কর্মকর্তার নাম পঙ্কজ গর্গ। সকাল সোয়া ১০টার দিকে জুহু থেকে ওএনজিসির পাঁচকর্মী ও দুই পাইলটকে নিয়ে মুম্বাই হাই নর্থ ফিল্ডের উদ্দেশে রওনা হয়েছিল সাত বছরের পুরোনো ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫ এন ৩ হেলিকপ্টারটি। কিন্তু জুহু থেকে উড়ার ১৫ মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
হেলিকপ্টারের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইএনএস তেগ ও পি৮আই বিমান। ভেঙে পড়ার ঘণ্টা চারেক পরেই মুম্বাই উপকূলের অদূরেই উপকূলরক্ষী বাহিনী হেলকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, কপ্টারটিতে দুই পাইলট ছাড়াও ওএনজিসির ৫ কর্মকর্তা ছিলেন; তাদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করে কোস্ট গার্ড।