ভারতের পূর্বাঞ্চলীয় পশ্চিমবঙ্গ রাজ্যে একটি পুরাতন সেতু ভেঙ্গে বাস নদীতে পড়ে নিমজ্জিত হয়ে সোমবার অন্তত সাতজন নিহত হয়েছে ও কয়েকজন নিখোঁজ রয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের রাজধানী কলকাতা থেকে ২২০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে।
পুলিশের এক কর্মকর্তা জানান, ৫০ জন যাত্রীসহ গাড়ির চালক অন্য যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর দিয়ে পার হতে গেলে গাড়িটি ব্রিজ ভেঙ্গে ভৈরব নদীতে পড়ে যায়।
তিনি বলেন, এতে সাতজন নিহত হয়েছে। ছয়জন সাঁতরিয়ে তীরে উঠে আসতে সক্ষম হয়েছে। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরো জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।