মিরপুরে সফরকারী জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে ২৬ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের । দেখে মনে হচ্ছিল সিলেট টেস্টের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। কিন্তু না! মুশফিক মুমিনুলের রেকর্ড পার্টনারশীপে সেটা হয়নি। চতুর্থ উইকেটে এ দুজন করেন ২৬৬ রান। শুধু তাই নয়, ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি করে বাংলাদেশকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যান মুমিনুল হক। আর ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি করেন মুশফিক।
শেষ পর্যন্ত ২৪৭ বল থেকে ১৯টি চারের মারে মুমিনুল খেলেছেন ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস। অপরদিকে মুশফিক ২৩১ বল থেকে ৯টি চারের সাহায্যে ১১১ রান করে অপরাজিত রয়েছেন। সাথে আছেন দলপতি মাহমুদুল্লাহ।
দিনশেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩০৩ রান।
এর আগে সকালে সফররত জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ রানে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলাদেশ।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরেছে ১৫১ রানে। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশকে সিরিজে হার এড়াতে হলে অবশ্যই ম্যাচ জিততে হবে।