এইতো কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে বহু অপেক্ষিত অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সিরিজ। অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম পর্বের প্রস্তুতি। আর সেখানে যোগ দিতে শুক্রবার বিকেলে চট্টগ্রামে উড়াল দেওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌম্য সরকারের সেলফিবন্দি হন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও মুস্তাফিজুর রহমান।
পরে সেই ছবি টুইটারে প্রকাশ করেন কাটার মাস্টার মুস্তাফিজর রহমান। আর ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে সাত দিনের অনুশীলনে চট্টগ্রামে যাচ্ছি। ’
কিছুক্ষণ পরে সেই টুইটের জবাব দেন ডেভিড ওয়ার্নার, ‘শুভকামনা চ্যাম্পিয়ন, শিগগিরই দেখা হবে।’ ফিরতি টুইটে মুস্তাফিজ বলেন, ‘বাংলাদেশে তোমাদের অপেক্ষায় রয়েছে। দ্রুত এখানে নিরাপদে চলে এসো। ’
মুস্তাফিজের সঙ্গে ওয়ার্নারের বন্ধুত্ব নতুন নয়। আইপিএলে খেলার সুবাদে সেই বন্ধুত্বের সূত্রপাত্র। হায়দরাবাদ সানরাইজার্সকে ২০১৬ সালের চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল বাংলাদেশি পেসারের। আর ডেভিড ওয়ার্নার এই দলের অধিনায়ক।