ডিএমপি নিউজ : একজন অজ্ঞাতনামা মৃত শিশুর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ১২ বছর।
হাজারীবাগ থানা সূত্রে জানানো হয়, গত ১৬ আগস্ট ২০২৪ বেলা অনুমান দেড়টায় বুড়িগঙ্গা নদীর গুদারা ঘাট এলাকায় অজ্ঞাত শিশুর মৃতদেহটি পাওয়া যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে হাজারীবাগ থানার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শিহাব উদ্দিন (০১৭১৬-৯১১৭০৫), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৬১১) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৬০৪) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।