ডিএমপি নিউজ: রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স ১ (এক) দিন। উক্ত মৃত নবজাতকের পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর ৩:০০ ঘটিকায় জাতীয় জরুরী সেবা -৯৯৯ মাধ্যমে সংবাদ পাওয়া যায় শাহবাগের জগন্নাথ হল ক্রসিং এলাকায় কমলা রঙের কাপড়ে পেচানো কাগজের কার্টনে অচেতন অবস্থায় এক মেয়ে নবজাতক পড়ে আছে। সংবাদ পেয়ে শাহবাগ থানার একটি টিম দ্রুত নবজাতককে উদ্ধার করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক নবজাতককে মৃত ঘোষণা করেন। এ সংক্রান্তে ০১ ডিসেম্বর, ২০২৪ শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যার নম্বর ১৫০/২৪।
ছবিতে প্রদর্শিত মৃত নবজাতককে দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ শাহবাগ থানা (০১৩২০–০৩৯৫২০) ও তদন্তকারী অফিসার মোঃ মাহমুদ হাসান (০১৬৮১-৮৮৬৭৯৬) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।