ডিএমপি নিউজ: একজন অজ্ঞাতনামা মৃত নারীর পরিচয় প্রয়োজন। গত ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখ ০৮.২০ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত হতে বাড্ডা ও ৩০০ ফিটগামী ফ্লাইওভারের প্রবেশ মুখের অনুঃ ১০০ গজ সামনে ফ্লাইওভারের নিচে দুই পিলারের মাঝখানে মাটির উপর একজন মহিলার লাশ পাওয়া যায়। মহিলার আনুমানিক বয়স ২৮ বছর। অজ্ঞাত মহিলার উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং- উজ্জল শ্যামলা, মুখ মন্ডল লম্বাটে, হালকা – পাতলা ও মাথায় কালো চুল।
এ সংক্রান্তে খিলক্ষেত থানায় ০২ মার্চ ২০২০ তারিখ একটি মামলা করা হয়েছে। যার নম্বর-০২, তারিখ-০২.০৩.২০২০।
ছবিতে প্রদর্শিত মৃত মহিলার ছবি দেখে কেউ সনাক্ত করতে পারলে খিলক্ষেত থানার ডিউটি অফিসার (০১৭৬৯৬৯১৭৯২) অথবা অফিসার ইনচার্জ (০১৭১৩৩৭৩১৭৪) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।