ডিএমপি নিউজ: রাজধানীর শাহবাগ থানা এলাকায় পাওয়া একজন অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে শাহবাগ থানা পুলিশ। মৃত নারীর বয়স আনুমানিক ৬০ বছর।
শাহবাগ থানা সূত্রে জানানো হয়, গত ১৮ নভেম্বর সকাল ১১: ৫০ টায় অজ্ঞাত নারীকে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি পার্কিং এর স্থানে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই মোঃ মাসুদ মিয়া ও শাহবাগ থানা পুলিশ অজ্ঞাত নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২:১৫ টায় মৃত ঘোষণা করেন। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) আল-মোমেন (০১৮১৮-৯০৩৪২৮), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।