ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁও থানা এলাকায় একজন অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানা সূত্রে জানানো হয়, গত ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. সন্ধ্যা অনুমান ৬: ০০টায় তেজগাঁও থানার খামারবাড়ি মেট্রোরেল অফিস এর পশ্চিম পাশে দক্ষিণ কোনে শরীরে কম্বল জড়ানো মাটিতে শোয়া অবস্থায় অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পাওয়া যায়।
মৃত নারীর আনুমানিক বয়স ২৮ বছর। এ সংক্রান্তে ডিএমপির তেজগাঁও থানায় গত ১ জানুয়ারি ২০২৩ একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নম্বর-২৩।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে মামলা তদন্তকারী অফিসার এসআই জেসমিন বেগম (০১৭৫৮-৫০৮৪৫৪), তেজগাঁও থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮০৯) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৮০২) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।