ডিএমপি নিউজঃ একজন মৃত ব্যক্তির পরিচয় জানা প্রয়োজন। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৬ বছর।
তিনি গত ৩০ এপ্রিল, ২০২০ ভোর অনুমান ০৪:৪৫ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের টিভিএস রয়েল অটো নির্মানাধীন ফ্লাইওভার পিলারের নিকট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মারা যান।
এ ঘটনায় ৩০ এপ্রিল, ২০২০ ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে যার নম্বর ০৬(৪)২০২০।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি দেখে কেউ সনাক্ত করতে পারলে ডিউটি অফিসার(01769-691814) উত্তরা পশ্চিম থানা অথবা অফিসার ইনচার্জ (01769-058065) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।