ডিএমপি নিউজ: রাজধানীর শাহবাগ থানা এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৭০ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা সূত্রে জানানো হয়, আজ শুক্রবার সকাল ৯:৩০ টায় ঢাকা মেডিকেলের অস্থায়ী পুলিশ ক্যাম্পের সামনে অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে টহল পুলিশ। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২০) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২৭) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।