ডিএমপি নিউজ: রাজধানীর ওয়ারী থানা এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে ওয়ারী থানা পুলিশ।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে বলেন, গত ১০ সেপ্টেম্বর জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বর হতে সংবাদ পেয়ে ওয়ারী থানার ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে ফুটপাতের উপর অজ্ঞাতনামা ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে টহল পুলিশ। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত ২:০৯ টায় মৃত্যুবরন করেন। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে আছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে ওয়ারী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৬২৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৬২১) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।