ডিএমপি নিউজ: রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৪ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে দক্ষিণখান থানা পুলিশ।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ ডিএমপি নিউজকে জানান, গত ২৫ অক্টোবর ২০২৩ সন্ধ্যায় দক্ষিণখান থানার কাওলা পশ্চিম পাড়া এলাকার এস.আলম মাঠের উত্তর পার্শ্বে ডোবায় উপুড় অবস্থায় পানিতে ভাসমান অজ্ঞাতনামা পুরুষ এক ব্যক্তির মৃতদেহ পাওয়া পাওয়া যায়।
এ সংক্রান্তে দক্ষিণখান থানায় ২৫ অক্টোবর, ২০২৩ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর- ১৫৩০।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে দক্ষিণখান থানার ডিউটি অফিসার (০১৩২০০৪১৯০৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০০৪১৯০১) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।