ডিএমপি নিউজ: রাজধানীর কুড়িল ফ্লাইওভার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশের ফুটপাতের উপর একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তিকে পাওয়া গেছে। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে ভাটারা থানা পুলিশ।
ভাটারা থানা সূত্রে জানানো হয়, গত ১৯ মার্চ ২০২২ সকাল অনুমান ১১.০০ টায় ভাটারা থানার কুড়িল ফ্লাইওভার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশের ফুটপাতের উপর থেকে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ২.০০ টায় কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষনা করেন। মৃত পুরুষ ব্যক্তির আনুমানিক বয়স ২৮ বছর।
এ সংক্রান্তে ভাটারা থানায় ১৯ মার্চ, ২০২২ একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর- ১৪২৭।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের থাকা কাপড় দেখে কেউ শনাক্ত করতে পারলে তদন্তকারী অফিসার এসআই মোঃ মোহাম্মদ আলী (০১৯১৩-৩৮৭২৩৩), ডিউটি অফিসার (০১৩২০-০৪১৫৯১) অথবা অফিসার ইনচার্জ ভাটারা থানা (০১৩২০-০৪১৫৮৪) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।