ডিএমপি নিউজ: রাজধানীর গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন ১ এর সামনে পাকা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃত দেহ পাওয়া গেছে। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ।
থানা সূত্রে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর ২০২৪ ওয়ারী থানার গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন ১ এর সামনে পাকা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে। এ সংক্রান্তে ওইদিন ওয়ারী থানায় একটি জিডি করা হয়েছে। যার নম্বর- ১৩২।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ শনাক্ত করতে পারলে তদন্তকারী অফিসার এসআই মোঃ কবির উদ্দিন মন্ডল (০১৭১৯৫৬৭৪৯৯), ডিউটি অফিসার (০১৩২০০৪০৬২৯) অথবা অফিসার ইনচার্জ ওয়ারী থানা (০১৩২০০৪০৬২১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।