রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের পাশে পাওয়া একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি ২০২৫খ্রি. সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের পাশে অজ্ঞাতনামা একজন পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। আশেপাশে এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এ সংক্রান্তে ২৯ জানুয়ারি ২০২৫খ্রি. শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে, যার নং-০২।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৯২১) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৯১৪) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।