রাজধানীর কল্যাণপুর এলাকায় পাওয়া একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ০৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. মিরপুর মডেল থানাধীন কল্যাণপুরের রেডিও অফিসার্স কলোনি মসজিদের গেইট হতে অনুমান ২০০ মিটার পূর্বে ফুটপাতের উপর অজ্ঞাতনামা একজন পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।
আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এ সংক্রান্ত ৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে, যার নং-১৭১।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১১২৯) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১১২২) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।