ডিএমপি নিউজঃ রাজধানীর কাওরান বাজারের আম্বারশাহ শাহী জামে মসজিদের নীচতলার অফিস কক্ষের বাইরের করিডোরের খালি জায়গায় থেকে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২৯ জুন ২০২২ বেলা ০২:৫০ টায় কাওরান বাজারের আম্বারশাহ শাহী জামে মসজিদের নীচতলার অফিস কক্ষের বাইরের করিডোরের খালি জায়গায় থেকে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া পাওয়া যায়। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও ওই মৃতদেহ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। মৃতদেহটির বয়স অনুমান ৩৫ বছর। গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখ লম্বাটে, মাথার চুল কালো। পরনে লাল রংয়ের প্রিন্টের ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি।
এ সংক্রান্তে ২৯ জুন ২০২২ ডিএমপির তেজগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে যার নম্বর ১৩/২০২২।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তিকে দেখে কেউ শনাক্ত করতে পারলে বা পরিচয় জেনে থাকলে তেজগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল মান্নান (০১৭৩৫-১৭৫৪০৮), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮০৯) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৮০২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।