ডিএমপি নিউজ: রাজধানীর ওয়ারী থানা এলাকায় পাওয়া একজন অজ্ঞাতনামা মহিলার পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে ওয়ারী থানা পুলিশ। মৃত মহিলার বয়স আনুমানিক ৭০ বছর।
ওয়ারী থানা সূত্রে জানানো হয়, গত ১ জুলাই ২০২৩ তারিখ ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট ইউরেকা হেরিটেজ ভবনের সামনে থেকে অচেতন অবস্থায় একজন অজ্ঞাতনামা মহিলাকে উদ্ধার করে টহল পুলিশ। ওইদিন তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ জুলাই ২০২৩) সকাল ৮ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে আছে।
ছবিতে প্রদর্শিত মৃত মহিলার চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে ওয়ারী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৬২৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৬২১) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।