রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অজ্ঞাতনামা একটি শিশুর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত শিশুর পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি ২০২৫ খ্রি. শাহজাহানপুর থানার মালিবাগ এলাকার ২৬৩ নং ভবনের সীমানার মধ্যে করিডোরের পাঁকা মেঝের উপর এক অজ্ঞাতনামা শিশুর মৃতদেহ পাওয়া যায়। এ সংক্রান্তে শাহজাহানপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।
ছবিতে প্রদর্শিত মৃত শিশুকে দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ শাহজাহানপুর থানা (০১৩২০-০৪০৩০০) অথবা তদন্তকারী কর্মকর্তা (০১৭৫১–১৬০৭৫১৬) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।