মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়াতেমালা সীমান্তের কাছে চিয়াপাস রাজ্যে এক ট্রাক দুর্ঘটনায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ট্রাকটি চলতি অবস্থায় উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চিয়াপাস অঙ্গরাজ্যের অ্যাটোর্নি জেনারেল এক বিবৃতিতে জানিয়েছেন, এ দুর্ঘটনায় হতাহতদের অনেকের অবস্থাই বেশ আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনায় হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বলেছেন, তারা মধ্য আমেরিকান।
অতিরিক্ত যাত্রী বোঝাই এ ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি দুর্ঘটনার শিকার হয় বলে পুলিশ জানিয়েছে। মেক্সিকো সীমান্ত ব্যবহার করে প্রতি বছরই হাজার হাজার লোক যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে থাকে। ঝুঁকিপূর্ণ পথ পাড়িদিতে গিয়ে সেখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে।