মেক্সিকো সীমান্তে ৫২০০ সৈন্য পাঠানোর ঘোষণা পর সেখানে আরও ১৫ হাজার সেনা পাঠানো হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ওয়াশিংটন পোস্টের।
গতকাল বুধবার ফ্লোরিডার এক ক্যাম্পেইন র্যালিতে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, শরণার্থী রুখতে আমরা প্রয়োজনে মেক্সিকো সীমান্তে আরও ১৫ হাজার সৈন্য পাঠাবো।
তিনি আরও বলেন, আমেরিকার ভিতরে কেউ আসবে না, আমরা শরণার্থীদের কাউকে আমাদের দেশে ঢুকতে দিবো না।
শরণার্থীদের নিয়ে ইতিমধ্যে বহুবার বেফাঁস মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা কোন ধরনের শরণার্থীদের গ্রহণ করবে না। বিগত কয়েক দশক ধরে আমেরিকা এসব শরণার্থদের অনেক সাহায্য পাঠিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শরণার্থীদদের সন্ত্রাসী হিসাবেও উল্লেখ করেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,আমরা শরণার্থীদের পিছনে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার আর খরচ করতে চাই না। আমরা তাদের আমেরিকায় কোনভাবে প্রবেশ করতে দিব না।