যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্পে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সোমবার পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান এই ঘোষণা দিয়েছেন।
প্যাট্রিক শানাহান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে প্রয়োজনীয় অর্থসংস্থানের অংশ হিসেবে এক কোটি মার্কিন ডলার অনুমোদন দিয়েছে পেন্টাগন।
অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ওই দেয়াল নির্মাণের জন্য সামরিক খাত থেকে অর্থ সহায়তা নেয়া হতে পারে। এমনটা আগেই ধারণা করা হয়ছিল।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার পরিকল্পনা এগিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ ক্ষমতা ব্যবহার করেছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের সিদ্ধান্তে তার নিজ দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টির মধ্যে চরম বিরোধিতা চলছে।সূত্র : বিবিসি