৩০তম জন্মদিন উপলক্ষে ইএসপিএন-সকারনেট মেসি ভক্তদের জন্য অসাধারণ এবং বিরল ২০টি তথ্য তুলে ধরেছে। যেগুলো জাগো নিউজের পাঠকদের জন্যও তুলে ধরা হলো…
৩০ : বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় মোট ৩০টি শিরোপা জিতেছেন তিনি।
২৯ : সেভিয়ার বিপক্ষে মেসির গোল সংখ্যা ২৯টি। যে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে এটাই মেসির সবচেয়ে বেশি গোলের রেকর্ড।
২৮ : ২০১৩-১৪ সালে লা লিগায় মেসি গোল করেছেন ২৮টি। যে ম্যাচগুলোতে মেসি গোল করেছেন, সেগুলোর মধ্যে মাত্র দুটিতে হেরেছিল বার্সা।
২৭ : আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে মেসি মোট গোল করেছেন ২৭টি।
২৬ : লা লিগায় মেসির সর্বমোট হ্যাট্রট্রিকের সংখ্যা ২৬টি।
২৫ : লা লিগায় মেসি যখন ২০০ তম গোল করেন, তখন তার বয়স ছিল ২৫।
২৪ : ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মেসি বার্সায় খেলেছেন ১৯ নাম্বার জার্সি পরে। এ সময় মোট ২৪টি গোল করেছেন তিনি।
২৩ : রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির গোলের সংখ্যা ২৩টি। এল ক্ল্যাসিকোয় সবচেয়ে বেশি গোলের রেকর্ডও এটা।
২২ : বার্সেলোনা বি দলের হয়ে মেসি সর্বমোট খেলেছেন ২২ ম্যাচ।
২১ : লা লিগায় ২০১২-১৩ মৌসুমে টানা ২১ ম্যাচে গোল করেছেন মেসি। লা লিগার ইতিহাসে টানা গোল করার রেকর্ডও এটি।
২০ : ২০১৬-১৭ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি মোট ২০টি ফাউলের শিকার হয়েছিলেন।
১৯ : ২০১২-১৩ মৌসুমে মোট ১৯টি দলের বিপক্ষেই গোল করেছিলেন মেসি। অর্থ্যাৎ, লা লিগার সবগুলো দলের বিপক্ষেই গোল করেছেন তিনি।
১৮ : ১৮ বছর বয়সেই বিশ্বকাপে প্রথম গোল করেন মেসি।
১৭ : কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে মোট ১৭টি গোল করেছেন মেসি। যে কোনো সময়ের জন্য সেরা এটি।
১৬ : ২০১৬-১৭ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মোট ১৬টি অ্যাসিস্ট করেছেন মেসি।
১৫ : ২০১৪-১৫ মৌসুমে মেসি ১৫টি গোল বেশি করেছেন আগের মৌসুমের চেয়ে। ২০১৩-১৪ মৌসুমে মেসি গোল করেছেন ২৮টি। পরের মৌসুমে করেছেন ৪৩টি গোল।
১৪ : ২০১১-২০১২ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি গোল করেছেন ১৪টি।
১৩ : এ নিয়ে বার্সেলেনোয় মোট ১৩টি মৌসুম খেলে ফেলেছেন মেসি।
১২ : ২০১২ পঞ্জিকাবর্ষে আর্জেন্টিনার হয়ে মোট ১২টি গোল করেন তিনি।
১১ : ১১টি লা লিগা মৌসুমে টানা ১০টি কিংবা তার বেশি গোল করেছেন তিনি।
১০ : ২০১৪ বিশ্বকাপ বাছাই পর্বে মোট ১০টি গোল করেছেন তিনি। যদিও তার চেয়ে বেশি গোল করেছেন লুইস সুয়ারেজ।
৯ : ২০১৭ (চলতি বছর) ক্যালেন্ডার বর্ষে মোট ৯ জোড়া গোল করেছেন মেসি।
৮ : বার্সায় এখনও পর্যন্ত মোট ৮টি লা লিগা শিরোপা জিতেছেন তিনি।
৭ : ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় ৮৬ মিনিটের পর মেসি গোল করেছেন মোট ৭টি। প্রতিযোগিতার ইতিহাসেই যা সর্বোচ্চ।
৬ : লা লিগার সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মোট ৬বার।
৫ : সেরা ফুটবলারের পুরস্কার ব্যলন ডি’অর জিতেছেন মোট ৫বার। যা সর্বোচ্চ।
৪ : মোট চারবার জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
৩ : ৩বার জিতেছেন উয়েফা সুপার কাপের শিরোপা।
২ : অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে মোট ২ গোল করেছেন মেসি।
১ : আর্জেন্টিনার হয়ে জিতেছেন একটি অলিম্পিক স্বর্ণপদক (২০০৮ বেইজিং অলিম্পিকে)।