লিওনেল মেসির গোলে চিলিকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট দখল করেছে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে এদগার্দো বাউসার শিষ্যরা।
এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে উঠে এল আর্জেন্টিনা। ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। আর ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।
খেলার ১৬ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ডি-বক্সের মধ্যে হোসে ফুয়েনসালিদা ফেলে দিলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ওই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি।