পায়ের গুরুতর ইনজুরি থেকে সুস্থ হয়ে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। কিন্তু তার সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসির সঙ্গে বন্ধুত্বটা আগের মতোই আছে। এবার আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সঙ্গে নতুন এক সেলফি সোশ্যাল সাইটে প্রকাশ করে নতুন করে আলোচনার ঝড় তুললেন নেইমার!
নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মেসির সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন নেইমার। দুজনেই বেশ সাজুগুজু করেছেন। মনে হচ্ছে কোনো পার্টির ড্রেস। ক্যাপশনে লেখা আছে, ‘যখন আমি এবং আমার বন্ধু লিওনেল মেসি একসঙ্গে থাকি, তখন বড় কিছুই ঘটে। ‘
এই পোস্ট দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেছে। বেশ কয়েকমাস ধরেই নেইমারের পিএসজি ছেড়ে আবারও স্প্যনিশ লিগে ফেরার কথা শোনা যাচ্ছে। তবে বার্সায় ফেরার সম্ভাবনা কমই। কিন্তু মেসির সঙ্গে নেইমারের এই নতুন সেলফি আর রহস্যময় ক্যাপশন অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে! কী করতে যাচ্ছেন নেইমার? অসংখ্য সম্ভাবনা উঁকি দিচ্ছে, কিন্তু জবাবের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।