নিজেদের ঘরের মাঠ পার্ক দ্যা প্রিন্সেসে শনিবার রাতে লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই স্ট্রাসবার্গকে ৪-২ গোলে হারিয়ে টানা দুই ম্যাচেই জয় তুলে নিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে স্ট্রাসবার্গের বিপক্ষে শেষ সাত ম্যাচে মাত্র একটিতে হারের মুখ দেখা পিএসজি এ ম্যাচেও ছিল দুর্দান্ত।
এদিন স্কোয়াডে না থাকলেও গ্যালারিতে বসেই দু’জনই (মেসি ও নেইমার) সতীর্থদের খেলা উপভোগ করেছেন। কিলিয়ান এমবাপ্পের উপর ভর করে লিগের দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়েছে মাউরো পচেত্তিনোর শিষ্যরা। পিএসজির হয়ে গোল করেছেন মাউরো ইকার্দি, কিলিয়ান এমবাপ্পে, সারাবিয়া ও জুলিয়ান ড্রাক্সলার। ম্যাচের শুরু থেকেই স্ট্রাসবার্গের উপর দাপট দেখাতে থাকে পিএসজি।
ম্যাচের ২৩ মিনিটে মাউরো ইকার্দি হেডে গোল করে এগিয়ে নেন পিএসজিকে। ২৫ মিনিটের মাথায় কালিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ২৭ মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের গোলে ম্যাচ একপ্রকার স্ট্রসবার্গের নাগালের বাইরে চলে যায়।
কিন্তু বিরতির পর ঘুরে দাঁড়ায় তারা। ৫৭ মিনিটে কেভিন গামেরিও গোল করেন ব্যবধান কমান। আর ৬৪ মিনিটে লুডোভিক আজোরকুয়ি আরও একটি গোল শোধ দেন। ম্যাচের ৮১ মিনিটে স্ট্রসবার্গের আলেক্সান্ডার ডিজুকু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগে ৮৬ মিনিটে পিএসজির সারাবিয়া গোল করে ব্যবধান করেন ৪-২।
ম্যাচের বাকি সময়ে আর কোন দল গোল করতে না পারলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই হারে পিএসজির ঘরের মাঠে এ নিয়ে শেষ ৩১ ম্যাচের কোনটিতেই হারাতে পারল না স্ট্রাসবার্গ।