এই সময়ে ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্তততম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রতিনিয়তই অভিনয়গুণেই এগিয়ে নিচ্ছেন নিজেকে। সমান তালে নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন। সম্প্রতি তার ব্যতিক্রমধর্মী একটি লুক প্রকাশিত হয়েছে। কয়েক দিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার পাগলী সাজের একটি ছবি। ছবি দেখে চেনার উপায় নেই তিনি মেহজাবিন।
সারাবছর নাটকের শিডিউল থাকে তার। দিবস হলে ব্যস্ততার হার বেড়ে যায় আরো বেশি। এত কাজের মধ্যে নিজের গল্প ও চরিত্রের বিষয়ে বেশ নজর তার। এরইমধ্যে নিজের রোমান্টিক ঘরণা ভেঙ্গে বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে।
এবার আবারও ভিন্নরূপে একটি নাটকে দেখা যাবে মেহজাবীনকে। সমপ্রতি তিনি অভিনয় করছেন ‘পতঙ্গ’ শিরোনামের একটি নাটকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে নাটকের একটি স্থিরচিত্র শেয়ার করে মেহজাবীন লিখেছেন ‘পতঙ্গ’।