মেহেরপুর জেলার গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর এক সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- সজিব আহমেদ ওরফে আমিনুল হক ওরফে মোহাঃ সজীব রানা। ১১ নভেম্বর ২০২০ তারিখ আনুমানিক রাত ১১.৪০ টায় গাংনী থানার নওদাপাড়াস্থ (মসজিদ পাড়া) তার নিজ বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার নিকট থেকে ০১টি মোবাইল সেট, ০৩টি জিহাদী বইসহ অন্যান্য আরও কিছু আলামত জব্দ করা হয়েছে।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত সজীব আহমেদ ‘গাজওয়াতুলহিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে আসছে। সেই সাথে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য সে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
এ ঘটনায় মেহেরপুর জেলার গাংনী থানায় সজীব আহমেদ এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।