বলিউড গায়ক আদনান সামি কন্যা সন্তানের বাবা হয়েছেন গত জানুয়ারি মাসে । স্ত্রী রোয়া ও মেয়েকে নিয়ে বেশ ভালো আছেন তিনি। তিনি প্রায় দিন নতুন নতুন পোশাক, খেলনা কিনছেন মেয়ের জন্য । সেই সঙ্গে মেয়ের জন্য ধূমপান ছেড়ে দিলেন গায়ক আদনান সামি।
হিন্দুস্তান টাইমস জানায়, ধূমপান ত্যাগ প্রসঙ্গে এই গায়ক জানিয়েছেন, ‘মেদিনার জন্মের আগে আমি সিগারেট ছেড়েছি। প্রতিদিন প্রায় ৪০টি করে সিগারেট খেতাম। অভ্যেস প্রায় কুড়ি বছরের। কিন্তু জানুয়ারি মাসে একদিন হঠাৎ করে ছেড়ে দিলাম আমার সন্তানের জন্য।’
ভালোবাসার জন্য অনেক খারাপ অভ্যাস ছাড়া যায়, বলেছেন আদনান। একসময় মদ খেতেন তিনি। রোয়ার ইচ্ছা ছিল তিনি যেন মদ মুখে না তোলেন। স্ত্রীর ইচ্ছে পূরণ করেছেন আদনান। জানিয়েছেন, মদ ত্যাগ করেছেন তিনি। ওজন কমানোর জন্য বলতেন তার বাবা। সেই কথাও রেখেছেন। ১৬৭ কেজি ওজন কমিয়েছেন এই তারকা।