দুই মিলিয়ন ইউরো করে খেলোয়ারদের আর্থিক পুরস্কার দিতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। ফুটবলারদের মাঠের পারফরম্যান্সে খুশি হয়ে প্রত্যেক খেলোয়ারকে বিশাল অঙ্কের এ বোনাস ঘোষণা দিল ক্লাবটি।
রিয়াল মাদ্রিদ এ বছর ইতোমধ্যে পাঁচটি শিরোপা জিতে নিয়েছে। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি ইউরোপিয়ান ও স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলে রিয়াল শিবির। আর সর্বশেষ ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ফিফা ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় তারা।
আগামী ২৩ ডিসেম্বর বহুল প্রতিক্ষীত এল ক্লাসিকো রোমাঞ্চ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। বার্নাব্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এরপরই এমন বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দিল রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ।