স্বামীর কাছ থেকে মোবাইল নিয়ে মোবাইলের পাসওয়ার্ড না দেয়ায় শরীরে পেট্রোল লাগিয়ে পুড়িয়ে মারলো ইন্দোনেশিয়ার এক নারী। ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা টেনগারা প্রদেশের পশ্চিম লুমবোক জেলায় এ ঘটনা ঘটে। আগুন দেয়ার দুই দিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়।
জানা গেছে, স্বামী দেদি পুরনামা (২৬) ঘরে কাজ করছিলেন। এসময় তার স্ত্রী ইলহাম চাহায়ানি (২৫) তার কাছে মোবাইলের পাসওয়ার্ড চায়। পুরনামা পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানায়। এসময় ইলহাম রেগে গিয়ে বোতল থেকে পেট্রোল বের করে পুরনামার গায়ে ঢেলে দেয় এবং লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়।
পরে পুরনামাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্ত্রী ইলহামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বাকবিতণ্ডার একপর্যায়ে পুরনামা ইলহামকে আঘাত করেন। এরপর ইলহাম রেগে গিয়ে স্বামীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
সূত্র: ডেইলি মেইল