ডিএমপি নিউজ: চট্টগ্রামে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় এবং মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী এক প্রতারককে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-নাছির উদ্দিন মাহমুদ (৩৮)।
এ সময় তার হেফাজত হতে ৪৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, ১ টি ধুসর সিলভার রং এর HP ব্রান্ডের ল্যাপটপ, ১টি কালো রং এর Fujitsu ব্র্যান্ডের ল্যাপটপ, ১৫টি মোবাইল ফ্ল্যাশ বক্স, ৬০টি মোবাইলের ফ্ল্যাশ ক্যাবল, ১০টি মোবাইলের ফ্লাশপিন, ১ টি D-Link ইন্টারনেট সুইচ বক্স উদ্ধার করা হয়।
২৯ জুলাই’১৮ বিকাল ৫.১৫টায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাছির নগরীর বিভিন্ন এলাকা হতে চোরাই যাওয়া মোবাইল ক্রয় করে অবৈধ ভাবে নিজ হেফাজতে রাখে এবং উক্ত মোবাইলের আইএমইআই পরিবর্তন করে পুনরায় রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানে বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।