ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শামীম ও অলিভার মন্ডল নামের এ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
ঐদিন সকাল সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি নদীর পাড় রাস্তা দিয়ে ইসহাক ইসলাম নামে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার গতিরোধ করে দুই ছিনতাইকারী। তাকে ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় তার চিৎকার শুনে পাশে টহলরত মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেফতার করে।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।