মোসাদ্দেক হোসেনের ঘুর্ণিতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল সফরকারী বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মোসাদ্দেকের ঘুর্ণিতে পড়ে জিম্বাবুয়ে। ৪ ওভারে ২০ রানে ৫ উইকেট নেন মোসাদ্দেক। তবে সিকান্দার রাজার ৬২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ। ৫৬ রান করেন ওপেনার লিটন। আফিফ ৩০ ও শান্ত ১৯ রানে অপরাজিত থাকেন। ফলে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।